‘আমার ছেলে অত্যন্ত বিনয়ী ও শান্ত ছিল। সে কোনো দিন আন্দোলনে যায়নি। আমার নিরীহ-নিরপরাধ ছেলেকে গুলি করে মেরে ফেলেছে ওরা। সরকার কি আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবে?’ কথাগুলো বলেছেন ঢাকার উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া এক শিক্ষার্থীর মা। নিহত ওই শিক্ষার্থীর নাম জাহিদুজ্জামান তানভীন (২৫)। তিনি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির যন্ত্র প্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগ থেকে দুই বছর আগে স্নাতক করেন। যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তরে পড়তে যাওয়ার চেষ্টা করছিলেন।

১৮ জুলাই বেলা ১১টার পর ঢাকার উত্তরার আজমপুর এলাকায় পুলিশ ও র‍্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাহিদুজ্জামান।

সূত্র- প্রথম আলো, ‘আমার নিরীহ ছেলেকে গুলি করে মেরে ফেলেছে ওরা’ (Archived)