হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের পতনের মাত্র পাঁচ মাসের মাথায়, এবং নতুন সরকারের দায়িত্ব নেয়ার দুই মাসের মাথায় বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড় গোর্কি। ঘূর্ণিঝড় গোর্কি ছিল ১৯৭০ সালের ভোলার ঘূর্ণিঝড় থেকেও বেশি শক্তিশালী।
ঘূর্ণিঝড়ের ক্ষয়-ক্ষতি নিয়ে যুক্তরাজ্যের দি টেলিগ্রাফ পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদন থেকে জানা যায় পঞ্চাশ হাজারের মত মানুষ যেই ঘূর্ণিঝড়ে মারা যান। প্রায় ২৪৫ মিলিয়ন পাউন্ডের সমান অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ। অনেক দূরবর্তী দ্বীপে বেঁচে যাওয়া মানুষের অবস্থা ছিল শোচনীয়। তাদের রান্না করার মত কোন কাঠামো অবশিষ্ট ছিল না।
উল্লেখ্য এরশাদ সরকারের সর্বশেষ বাজেট ছিল সম্পূর্ণ বৈদেশিক সাহায্য নির্ভর। বাংলাদেশের অর্থনীতি ছিল দুর্বল অবস্থায়। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই অবস্থায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান বলে জানায় প্রতিবেদনটি।
খালেদা জিয়ার আহ্বানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক সাহায্য হিসেবে দুই মিলিয়ন ডলারের চিকিৎসা সামগ্রী দান করার ঘোষণা দেয়। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর যুক্তরাজ্যভিত্তিক সকল সাহায্য সংস্থাকে সহায়তা কার্যক্রম বৃদ্ধির জন্য নির্দেশনা দেয়। পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান বৈদেশিক সাহায্য লাভের আশায় কূটনীতিকদের নিয়ে দুর্গত এলাকায় যান।
এই সময় ইরাকে গালফ যুদ্ধশেষে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি সম্মিলিত দল দেশে ফেরার জন্য প্রস্তুত হচ্ছিল। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ বুশ তাদেরকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে বাংলাদেশে যাওয়ার নির্দেশ দেয়। ১০ মে শুরু হয় দূর্যোগ ব্যবস্থাপনার ইতিহাসের বৃহত্তম কার্যক্রমগুলোর একটি: অপারেশন সি অ্যানজেল। যুক্তরাষ্ট্রের আড়াই হাজারেরও বেশি সেনা, ১৫টি জাহাজে চেপে বাংলাদেশে ত্রাণ সহায়তায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইতিহাসের লিটারেচারে একটা কেস স্টাডি হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনার চিটাগাং মডেলের কথা পড়ানো হয় কীভাবে বিভিন্ন স্টেকহোল্ডারের সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় সেই বিষয়ে।
চার্লস আর স্মিথ এই বিষয়ে একটা বই লিখেছেন Angels from the Sea: Relief Operations in Bangladesh, 1991: U.S. Marines in Humanitarian Operations শিরোনামে।