‘গুলি খাইয়া আমার স্বামী শেষ। সে তো কোনো রাজনীতি করত না। মারামারির ধারেকাছেও ছিল না। কী দোষে তাকে অ্যামনে মারা অইল। তার আয়ের ওপরই সংসার চলত। পোলাডারে অনে ক্যামনে পালুম? কয় দিন ধইরা পোলাডা ক্যাল আব্বা–আব্বা করতাছে। তারে ক্যামনে বুঝামু, তার বাপ নাই।’
কান্নাজড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বললেন শরিফা বেগম (২২)। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে তাঁর স্বামী আরিফ হোসেন ওরফে রাজীব (২৬) ঢাকায় নিহত হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই গাজীপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় বুকে গুলিবিদ্ধ হন আরিফ। স্থানীয় লোকজন তাঁকে গাজীপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আরিফ গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ভাঙারি দোকানে শ্রমিকের কাজ করতেন। তাঁর তিন বছরের একটি ছেলে রয়েছে।
সূত্র- প্রথম আলো, ‘গুলিতে আমার স্বামী শেষ, পোলাডারে অনে ক্যামনে পালুম?’ (Archived)