বাবা আমদ আলীর বয়স হয়েছে, এখন আর তেমন কাজ করতে পারেন না। পরিবারের বড় সন্তান সাব্বির হোসেন তাই সংসারের হাল ধরতে উপার্জনের আশায় ঢাকায় গিয়েছিলেন। ছোট একটি কোম্পানিতে কাজও করছিলেন। বেতন যা পেতেন, পাঠাতেন বাবার কাছে। বাবা অন্যের জমিতে কৃষি কাজ করে যা পান, তার সঙ্গে ছেলের আয় যোগ করে সংসার চালাতেন। গত ১৮ জুলাই ঢাকার উত্তরায় সেই ছেলেটি ওষুধ কিনতে বেরিয়ে গুলিতে নিহত হয়েছেন।

আমোদ আলী বলেন, তাঁর ছেলে কোনো রাজনীতি করতেন না। বাঁচার জন্য টাকা উপার্জন করতে ঢাকায় গিয়েছিলেন। সেখানেও সাব্বির কোনো মিছিল-মিটিংয়ে যায়নি। জ্বর হওয়ায় অসুস্থ শরীরে ওষুধ কিনতে বাইরে যান। তাঁকে কেন গুলি করে মারা হলো? তিনি ছেলে হত্যার বিচার চান।

সূত্র- প্রথম আলো, অসুস্থ শরীরে ওষুধ কিনতে গিয়ে গুলিতে নিহত সাব্বির (Archived)