মুঠোফোনে ১৬ বছর বয়সী কিশোর ইফাত হোসেনের দুটি ছবি দেখালেন স্বজনেরা। একটি ছবিতে দেখা গেল, সাদা পাঞ্জাবি পরা ইফাত গ্রামীণ একটি সরু রাস্তায় সাইকেলের ওপর বসে আছে। পরিপাটি ঘন কালো চুল এসে পড়েছে কপালে, মুখে প্রাণখোলা হাসি। আরেকটা ছবিতে, নিথর ইফাত, বুকের বাঁ পাশে একটিমাত্র গুলির চিহ্ন।
২০ জুলাই শনিবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ইফাত। সেদিন সকালে বাড়ি থেকে একটু আসি বলে বের হয়েছিল সে। এরপর রাতে মা কামরুন নাহার জানতে পারেন, ইফাতকে গুলি করা হয়েছে।
সূত্র- প্রথম আলো, ১৬ বছরের ইফাতের বুকের বাঁ পাশে ছিল গুলির চিহ্ন (Archived)