চার মাসের ছোট্ট তামান্না জানে না বাবা আর কোনোদিন ফিরবে না। পরম স্নেহে কোলে নিয়ে তাকে কখনো আর আদর করতে পারবে না। চির নিদ্রায় পুকুর পাড়ে শুয়ে আছেন তামান্নার বাবা টিটু। তামান্নার মতোই নিষ্পাপ তার ১০ বছরের বোন তানজিলা ও ৭ বছরের ভাই সাইমুন। তানজিলা ও সাইমুন কিছুটা বুঝতে পারে বাবার সঙ্গে আর কখনোই দেখা হবে না। কিন্তু ওদের অবুঝ মন মানে না কিছুতেই। তাই সারাক্ষণ তারা বাবাকেই খুঁজতে থাকে।
এদিকে স্বামী হারিয়ে অসহায় হয়ে পড়েছেন এই তিন সন্তানের মা আয়েশা বেগম। একদিকে স্বামী হারানোর শোক। অন্যদিকে দারিদ্র্য তাকে আঁকড়ে ধরেছে। সন্তানদের তিন বেলার খাবার জোগাড় করতেই এখন তাকে বেশ বেগ পেতে হচ্ছে। আর্থিক সংকট আর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি এখন দিশেহারা।
কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ১৯ জুলাই ধানমন্ডিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গ্রীন লাইফ হাসপাতালের এক চিকিৎসকের ব্যক্তিগত গাড়িচালক মো. টিটু হাওলাদার (৩৫)। তিনি বরগুনার বেতাগীর হোসনবাদ ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদ গ্রামের বাসিন্দা আব্দুর রহিম হাওলাদারের ছেলে।
সূত্র- যুগান্তর, কান্না থামছে না তিন শিশুর, অকূল পাথারে টিটুর স্ত্রী (Archived)