‘স্বামীর মৃত্যুতে সন্তান নিয়ে নিঃস্ব হয়ে গেলাম। পরিবারে আর কেউ উপার্জনের মানুষ নেই। ছোট মেয়েটি এখনো “বাবা বাবা” বলে কাঁদছে। এখন আমাদের সংসার চালানোর মতো আর কেউ রইল না।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সাদিয়া বেগম (রানু)।
ঢাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সাদিয়া বেগমের স্বামী কামাল হোসেন ওরফে সবুজ (৩৮) নিহত হয়েছেন। তিনি ঢাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের গাড়িচালক ছিলেন। ২০ জুলাই সকালে ঢাকার বাড্ডার শাহজাদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন কামাল।
সূত্র- প্রথম আলো, ‘সংসার চালানোর মতো আর কেউ রইল না’ (Archived)