২০ জুলাই সন্ধ্যা পৌনে ছয়টা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় বিক্ষোভকারী ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলছিল। আকাশে টহল দিচ্ছিল র‍্যাবের হেলিকপ্টার। ওই হেলিকপ্টার দেখতে বারান্দায় এসেছিলেন আড়াই মাস আগে মা হওয়া গৃহবধূ সুমাইয়া আক্তার (২০)। এ সময় ‘গুলি’ মাথায় লেগে মুহূর্তেই বারান্দার মেঝেতে লুটিয়ে পড়েন তিনি।

সুমাইয়ার মায়ের পরিবার সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার একটি ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে ভাড়া থাকে। সন্তান জন্মের জন্য সুমাইয়া মায়ের ভাড়া বাড়িতে এসেছিলেন। গত ১২ মে তিনি মেয়ে সোয়াইবাকে জন্ম দেন। আগামী শুক্রবার তাঁর স্বামীর বাসায় যাওয়ার কথা ছিল।

সূত্র- প্রথম আলো, হেলিকপ্টার দেখতে এসে লুটিয়ে পড়েন সুমাইয়া (Archived)