নুর আলম

কোটা সংস্কার অন্দোলন চলাকালে গুলিতে নিহত কুড়িগ্রামের নুর আলমের স্ত্রী খাদিজা বেগম (১৯) অনেকটা নির্বাক হয়ে পড়েছেন। বিয়ের এক বছরের মাথায় স্বামীকে হারিয়ে ৮ মাসের অন্তসত্ত্বা খাদিজা এখন দিশেহারা। স্বামীর হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তিনি।

২০ জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় রাজমিস্ত্রির কাজ করে ভাড়া বাসায় খেতে যাচ্ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়ার ২০ বছরের তরুণ নুর আলম। ওই সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলাকালে একটি গুলি তার চোখ ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নুর আলম। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ২১ জুলাই মোল্লাপাড়ায় তার বাড়ির পাশে দাফন করা হয়। 

সূত্র- প্রথম আলো, স্বামী হত্যার বিচার চান অন্তঃসত্ত্বা খাদিজা (Archived)