‘একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন জীবন গড়ো, যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখে।’ নিজের ফেসবুক অ্যাকাউন্টের ইন্ট্রোতে রেসিডেনসিয়াল মডেলে কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ ইংরেজিতে এ কথা লিখেছিলেন।
ফারহান ১৮ জুলাই ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়েছেন। রেসিডেনসিয়াল মডেলে কলেজের ছাত্র ফারহান ফাইয়াজের আত্মীয় নাজিয়া খান। ফারহানের সঙ্গে হাসিখুশি একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘দিস ইজ মাই ফারহান ফাইয়াজ। হি ইজ ডেড নাও। আই ওয়ান্ট জাস্টিস (এই আমার ফারহান আইয়াজ। সে এখন মৃত। আমি ন্যায়বিচার চাই)।’
সূত্র- প্রথম আলো, ‘এমন জীবন গড়ো, যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে’ (Archived)