“আমার ছেলে মোবাইল পার্টসের ব্যবসা করতো, কোনও রাজনীতি করতো না, কোটা আন্দোলনেও জড়িত ছিল না। দোকানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। তাকে গুলি করে হত্যা করা হলো। শোকেরও তো একটা ধরণ আছে, এটা কোন ধরনের শোক!
পিতার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী, কতটা ভারী, কতটা কষ্টের বলে বুঝাতে পারবো না। ছেলের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। সৃষ্টিকর্তা যেন আমার ছেলেকে জান্নাতবাসী করেন।” এভাবেই কেঁদে কেঁদে বলছিলেন নিহত জুবায়ের আহমেদের পিতা মোহাম্মদ আনোয়ার উদ্দিন।
সূত্র- ইত্তেফাক, ‘পিতার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী’ (Archived)