অসুস্থ শিশুর ওষুধ কিনতে ও পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়ে গুলিতে নিহত হন রনি প্রামাণিক। ২১ জুলাই রিকশা নিয়ে বের হয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে নিহত হন তিনি। কোটা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লে একটি গুলি তার বুকে লাগে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের মৃত দিলবর প্রামাণিকের ছেলে রনি। তাঁর দুই ছেলের মধ্যে ইয়াসিনের বয়স ৫ ও ইভানের বয়স ২ বছর।
রনির স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, স্বামীর মৃত্যুর পর বগুড়ায় গ্রামের বাড়িতে লাশ দাফন শেষে দুই দিন পর সাভারে ফিরে গেছেন। গ্রামের বাড়িতে খাসজমির ওপর যে ছাপরা (ঝুপড়ি) ঘর আছে সেটি খুবই জরাজীর্ণ। প্রতিবেশীরাও কেউ সহায়তা করতে পারেনি। তাই আবার সাভারে ফিরে গেছেন। কিন্তু কাজ মিলছে না। চেষ্টা করছেন।
সূত্র- সমকাল, কেউ ধারও দিতে চান না সন্তান নিয়ে দিশেহারা (Archived)