ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিন গাজীপুরের মাওনা চৌরাস্তায় ছাত্র-জনতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান পোশাককর্মী আবদুর রহমান রহমত (১৯)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রহমানের পরিবার জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে ৫ আগস্ট সকাল থেকেই ছাত্র-জনতা গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেয়। বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির দুটি গাড়ি আটকে দেওয়া হয়। সেগুলোয় চেপে ৮০ জন বিজিবি সদস্য ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় আন্দোলনকারীরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত হন ছয়জন।
সূত্র- প্রথম আলো, কথা ছিল টাকা পাঠানোর, বাড়ি এল রহমানের লাশ (Archived)