‘খুব সকালে দুই ভাই আন্দোলনে (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) গিয়েছিলাম। সেখান থেকে আমাদের ঘরের দূরত্ব দুই মিনিটের পথ। সকাল সাড়ে ১০টার দিকে দুজনেই ঘরে ভাত খেতে এসেছিলাম। সজল ভাই খেতে পারছিল না। কয়েক লোকমা খেয়ে আবারও আন্দোলনে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঘর থেকে বের হওয়ার সময় সে বলেছিল, “এবার শহীদ হব, নয়তো সরকার পতন করেই ঘরে ফিরব।” শেষ পর্যন্ত দেশ মুক্ত হয়েছে। কিন্তু আমার ভাই দেখে যেতে পারল না।’
সজল মোল্লা ও সাইফুল ইসলাম দিনমজুরের কাজ করতেন। সময়–সুযোগ পেলেই তাঁরা ছাত্র আন্দোলনে যোগ দিতেন। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন সজল মোল্লা। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সূত্র- প্রথম আলো, কথা ছিল টাকা পাঠানোর, বাড়ি এল রহমানের লাশ (Archived)