‘পোলাডা মারা যাওয়ার এক দিন আগে ফোন কইরা কইছিল, আমারে আর ঢাকা থাকা লাগব না। খুব তাড়াতাড়ি মুন্সিগঞ্জে লইয়া আইব। আমার যত ধারদেনা আছে, সব কাজ কইরা শোধ কইরা দিব। সবাইরে লইয়া এক লগে, এক বাড়িতে থাকব। আমার হেই পোলাডারে কেমনে গুল্লি কইরা মাইরা লাইলো।’ বিলাপ করতে করতে গত শুক্রবার এসব কথা বলছিলেন রুমা খাতুন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত নূর মোহাম্মদ ওরফে ডিপজল সরদারের (১৯) মা।
নিহত নূর মোহাম্মদ শরীয়তপুরের নড়িয়া উপজেলা সিরাজুল সরদারের ছেলে। তবে তিনি মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ভাড়ায় অটোরিকশা চালাতেন। ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে তিনি মারা যান।
সূত্র- প্রথম আলো, ‘কেমনে পোলাডারে গুল্লি কইরা মাইরা লাইলো’ (Archived)