‘দাদা, আমি তো শেষ। আমাকে গুলি করছে, দাদা। অনেক কাকুতি-মিনতি করছি, …আমার কোনো কথা শোনেনি। বলছি আমি গার্মেন্টসে চাকরি করি, তা-ও আমার কলার ধরে রাস্তায় টেনে এনে পেটে বন্দুক ঠেকায়ে গুলি করছে দাদা।’
গত ২০ জুলাই ঢাকার সাভারে সহিংসতায় গুলিবিদ্ধ হওয়ার পর জ্ঞান হারানোর পূর্বমুহূর্তে এভাবেই মায়ের নম্বরে ফোন করে বড় ভাইকে নিজের অবস্থার কথা জানান তরুণ পোশাক শ্রমিক শুভ শীল (২৪)।
শুভ শীল আশুলিয়ার চক্রবর্তী এলাকার কে এ সি ফ্যাশন লিমিটেডে সুইং অপারেটর পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তিনি ঝিনাইদহ জেলার সদর থানাধীন মনোরিয়া গ্রামের বিকাশ শীলের ছেলে। পরিবারের সঙ্গে আশুলিয়ার জিরানি বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। পরিবারের দুই ভাইয়ের মধ্যে শুভই ছিলেন ছোট।
গত ২০ জুলাই বিকালে ঢাকার সাভারে সংঘর্ষে গুলিবিদ্ধ হন শুভ। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই ভোর ৫টা ৪ মিনিটের দিকে শুভর মৃত্যু হয়।
সূত্র- দি বিজনেস স্ট্যান্ডার্ড, ‘আমি মনে হয় আর বাঁচব না, মা, শেষবার একটু জল দাও, মা!’ (Archived)