‘আমার বাবা সোজা হয়ে হাঁটতেও পারতেন না। তার মেরুদণ্ডে সমস্যা ছিল। তিনি প্রতিবন্ধী ভাতা পেতেন। সাভার বাজার এলাকায় ঝামেলার কথা শুনে দুপুর ১টার দিকে আমার ছোট বোন ফোন করে বাবাকে বাসায় চলে আসতে বলে। বাবা তখন বলেছিল দোকান বন্ধ করেছে, বাসায় চলে আসবে। বাবার সাথে এটাই ছিল শেষ কথা।’

মুঠোফোনে কান্নাজড়িত কণ্ঠে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে কথাগুলো বলছিলেন মো. রমজান শেখ। ঢাকার সাভারে গত ২০ জুলাই কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার বাবা মো. কোরমান শেখ (৪৯)।

সূত্র- দি বিজনেস স্ট্যান্ডার্ড, ‘আমার শারীরিক প্রতিবন্ধী বাবার কি দোষ ছিল’, প্রশ্ন ছেলের (Archived)

July Massacre