‘ভালা শরীলে মিছিলে গিয়া লাশ অইয়া ফিরল আমার আদরের বড় পুত। এহন আমারে কে মা বইলা ডাকব? কী দোষ আমার পোলার? কেন অ্যামনে পাখির মতো গুলি কইরা আমার পুতেরে মারা অইল? তারে নিয়া অনেক আশা আছিল। সংসারের হালও ধরছিল সে। এহন সংসারের কী অইব? পুত ছাড়া আমি ক্যামনে বাঁচুম?’ হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিজের ঘরে বসে গতকাল শনিবার দুপুরে এসব কথা বলেন পারভীন বেগম। তিনি কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিতে নিহত তরুণ রাব্বি আলমের (২৩) মা।
পারভীন বেগমের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামে। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকার পল্টন এলাকায় মিছিলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রাব্বি আলম। ২০ জুলাই গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
সূত্র- প্রথম আলো, ‘পুত ছাড়া আমি ক্যামনে বাঁচুম’ (Archived)