‘মসজিদে নামাজ পড়ার পর বাসায় আওনের পথে আমার স্বামীরে গুলি কইরা মাইরা ফেলল। কারা গুলি করল, কেন করল? সে কোনো রাজনীতি করত না, খুবই নিরীহ ছিল। আমি এখন ছেলেমেয়ের লেখাপড়া ক্যামনে করামু, ক্যামনে সংসার চালামু?’
গতকাল শনিবার দুপুরে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন ঝর্ণা বেগম। তিনি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় সংঘর্ষের সময় গুলিতে নিহত মিজানুর রহমান ওরফে মিলনের (৪৮) স্ত্রী।
গত ২১ জুলাই (রোববার) বিকেলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ঢাকার নর্দা-গুলশান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মিজানুর। ২২ জুলাই মতলব দক্ষিণের পিংড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
সূত্র- প্রথম আলো, ‘আমি এখন ছেলেমেয়ের লেখাপড়া ক্যামনে করামু, ক্যামনে সংসার চালামু’ (Archived)