পরিবারের একমাত্র ছেলে সন্তান আবু রায়হানের স্বপ্ন ছিল মেডিকেলে পড়াশোনা করে চিকিৎসক হবেন। সেভাবে তাকে ছোটবেলা থেকে গড়ে তুলেছে তার পরিবার। প্রাথমিক স্তর থেকে বরাবর প্রথম স্থান অধিকারকারী রায়হান দাখিল পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৫। সদ্য প্রকাশিত আলিম পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কৃতিত্বের স্বাক্ষর রাখলেও অধরা রয়ে গেল তাদের স্বপ্ন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে ঘাতকদের অগ্নিসংযোগে শহীদ হন আবু রায়হান।

ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফজলে আলম ও রেহেনা বেগম দম্পতির সন্তান আবু রায়হান। বাড়ির পাশের স্কুল থেকে প্রাথমিক স্তর শেষ করে উত্তর হরিহরপুর মাদরাসা থেকে দাখিলে জিপিএ-৫ ও আলিমে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। মেধাবী আবু রায়হান ছিল পরিবারের একমাত্র বাতিঘর। শুধু পরিবারেরই নয়, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে সম্ভাবনার আরেক নাম ছিল এ মেধাবী শিক্ষার্থী। শিক্ষা জীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের কারণে তাকে নিয়ে গর্ব করতেন প্রতিবেশীরা। এর আগে সন্তানের ফলাফলের কৃতিত্বে মিষ্টি মুখে মুখরিত ছিল পরিবার ও প্রতিবেশীরা। এবারের ফলাফলে সন্তানের স্মৃতি দেখে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন পরিবার, স্বজন ও প্রতিবেশীরা।

সূত্র- বাংলাদেশ প্রতিদিন, শহীদ আবু রায়হান এইচএসসিতে জিপিএ-৫ (Archived)

July Massacre