‘মেহেদীর বুক ছিল অসংখ্য বুলেটে ঝাঁঝরা। ক্লান্তিতে ভরা চোখমুখ। মুখমণ্ডল দেখে মনে হয়েছে যেন দীর্ঘ ক্লান্তির পর প্রশান্তিতে ঘুমিয়ে আছেন। আইসিইউয়ের বেডে চোখ বন্ধ করা মেহেদীকে দেখে বুঝিনি সে বেঁচে নেই, আর কোনদিন চোখ খুলবে না।’
কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী ফারহানা নীপা।
নীপা বলেন, দুপুরের দিকে মোবাইলে কল দিয়ে বলেছিলাম, ‘আজ সকাল থেকে আমার মনটা জানি কেমন করছে। তুমি চলে আসো।’ আমাকে ধমক দিয়ে মেহেদী বলেছিল, ‘আমি দায়িত্ব পালন করছি। এটা আমার পেশা।’
গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে ঢাকা টাইমস’র সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান(৩১) ওই এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় পুলিশের ছোঁড়া গুলিতে তিনি শহিদ হন।
সূত্র- বিএসএস, ‘আমি দায়িত্ব পালন করছি। এটা আমার পেশা’ স্ত্রীর উদ্বেগে শহিদ সাংবাদিক মেহেদীর দৃঢ় জবাব (Archived)