বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় মসজিদে আসর নামাজ আদায় করে মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহিদ হন হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বির (১৯)।

সাজ্জাদের বন্ধু এবং ফুফাতো ভাই জিল্লুর রহমান সিফাত জানান, “গত ১৭ জুলাই আমার সাথে সব শেষ কথা হয় সাব্বিরের। আমাদের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিলো। ওই গ্রুপেই কথা হয় তার সাথে। আমি সাব্বিরের কাছে জানতে চাই কি অবস্থা ঢাকার। সে পরিস্থিতি জানায়। তাকে কয়েক বার নিষেধ করেছি তুমি আন্দোলনে যাবে না। কিন্তু সে আমাদের কথা শুনেনি। ঘটনার দিন বিকেলে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়।”

সূত্র- বিএসএস, ““নামাজ শেষে মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন হাফেজ সাজ্জাদ”” (Archived)

July Massacre