দরিদ্র পিতার কষ্ট দূর করার স্বপ্ন পূরণ হলো না মেধাবী কিশোর হাসাইনের। স্বপ্ন ছিলো পড়ালেখা করে অনেক বড় হবে। চাকরি করে বাবার অভাবের সংসারের দুঃখ ঘোচাবে। কিন্তু ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে গিয়ে ঘাতকের নির্মম বুলেটে স্বপ্ন ভেস্তে গেলো ১২ বছরের কিশোর হাসাইনের। মো. হাসাইন মিয়া স্থানীয় লোকনাথ রমনবিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
সূত্র- বিএসএস, “বুলেটে বড় হওয়ার স্বপ্ন ভেস্তে গেলো কিশোর হাসাইনের” (Archived)