মো. জসিম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট শহরের নতুন বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জসিম।

জসিমের ছোট ভাই মো. সবুজ বলেন, বাবার মৃত্যুর পরে ছোটবেলা থেকে এই ভাইয়ের কাছে থেকেই তিনি বড় হয়েছেন। ৪ আগস্ট সকাল থেকেই ছাত্র-জনতার সাথে পুলিশ-আওয়ামী লীগের সংঘর্ষ হয়। সেদিন তার ভাই দোকানে বসেই ছাতা মেরামত করছিল। তিনি ভাইয়ের দোকানে ছিলেন। দুপুর দেড়টার দিকে যখন পুলিশ এলোপাথাড়ি গুলি ছোড়ে, তখন তিনি তার ভাইকে দোকান বন্ধ করে তার সাথে চলে যেতে বলেন। তখন তার ভাই বলে, তুই যা, আমি দোকান বন্ধ করে আসতেছি। এটাই ছিল তার ভাইয়ের সাথে শেষ কথা।
তিনি বলেন, তিনি বাসায় চলে আসার পরে, দুইটার দিকে ফোন আসে তার ভাই জসিম পুলিশের গুলিতে মারা গেছে। পরে জানতে পারেন, দোকান বন্ধ করে ফেরার পথে দোকানের একটু সামনেই পুলিশের ছোড়া একটি গুলি তার ভাইয়ের মাথায় লাগে । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ নিয়ে বাড়ি ফিরি এবং জানাজা শেষে দাফন সম্পন্ন করি।

সূত্র- বিএসএস, “শহিদ জসিমের পরিবার রাষ্ট্রীয় স্বীকৃতি চায়” (Archived)

July Massacre