৫ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল কাইয়ুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন। ওই দিন তিনি ঢাকার সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন। পরে সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আবদুল কাইয়ুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের সিআরপি হাসপাতালের পাশের টগরমুড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে।

তার স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে সহ–উপাচার্য মাসুদা কামাল বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে দেশের জন্য জীবন দিয়ে আবদুল কাইয়ুম তাঁর যে ভূমিকাটুকু ছিল, সেটা পালন করে গেছেন। কিন্তু আরও যে লাখো কোটি কাইয়ুম রয়েছেন, তাঁদের কাছে দেশটাকে রেখে গেছেন তিনি। আর যাতে স্বৈরাচারের হাতে দেশ না যায়, সেদিকে লক্ষ রেখে এবং সব শহীদসহ আবদুল কাইয়ুমকে স্মরণ রেখে আমরা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখব।’

সূত্র- প্রথম আলো, গুলিতে নিহত কাইয়ুমের পরিবারকে ৭ লাখ টাকা দিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (Archived)

July Massacre