‘আমার সন্তান কি কেউ দিতে পারবে। না সন্তানের মতো কিছু হবে আর। সন্তান চলে গেছে। সন্তান চাইলে কি আর সন্তান দিতে পারবে। ছোট ছেলেটিকে যেকোনো একটা কাজ দিলে সেও চলতে পারতো, আমাদেরও চালাতে পারতো। তবে আমার ছেলেকে যারা গুলি করে মারছে, তাদের বিচার চাই।’
এভাবেই কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া আব্দুর রউফের (২৭) এর মা সুলতানা বেগম।
পারিবারিক সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উত্তরায় নিহত হন আব্দুর রউফ। আন্দোলন বিরোধীদের ছোড়া গুলি বুকে বিদ্ধ হলে ঢলে পড়েন মাটিতে। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সূত্র- চ্যানেল ২৪, ‘রউফের মা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, তাদের খোঁজ নেয়নি কেউ” (Archived)