আরাফাত হোসেন আকাশ (১৬) বাবার সাথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ফুটপাতে ফলের ব্যবসা করতেন। এক সপ্তাহ আগে ছোট ভাইকে নিয়ে এসেছিল ডাক্তার দেখাতে। সকালে ছোটভাইয়ের নাস্তার আবদার মেটাতে বাসা থেকে বের হয় আকাশ। ফিরেছে লাশ হয়ে। কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ চলাকালে শরীরে দুটি গুলিবিদ্ধ হয়ে যায় এ কিশোর। 

নিহত আকাশ নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ওয়াসিতপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এসএসসি পরীক্ষা দেয়া হয়নি। ১০ হাজার টাকা দিলে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবে– স্কুলের এমন অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে বাবার সাথে ফলের ব্যবসা শুরু করেন। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে আকাশ সবার বড়। পরিবারের ভাষ্য, ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকার খানকা মসজিদের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আকাশ। দুটি গুলি তার বাম উরু ও মূত্রথলিতে বিদ্ধ হয়। কয়েক হাসপাতাল ঘুরে ঢামেক নেয়ার পথে মারা যায় সে।

সূত্র- দি বিজনেস স্ট্যান্ডার্ড, ছোটভাই বলেছিল নাস্তা আনতে, লাশ হয়ে ফিরল বড়ভাই (Archived)

July Massacre