বাবা নেই কয়েকদিন হলো, অথচ শিশুটি জানে তার বাবা চকোলেট নিয়ে ঘরে ফিরবেন। কান্না করতে করতে তিন বছরের শিশু ইব্রাহিম বলেই যাচ্ছে- বাবা আমার জন্য চকলেট আনতে গেছে, বাবা আসলেই আমি খাবো।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত শনিবার (২০ জুলাই) গাজীপুরে সংঘর্ষের সময় বোর্ড বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আরিফ হোসেন রাজিবের (২৬)। তারই একমাত্র সন্তান তিন বছরের শিশু ইব্রাহিম।
সূত্র- ইত্তেফাক, ‘খালি কান্দে আর কয় বাবা চকলেট আনতে গেছে, বাবা আইলেই সে ভাত খাইবো’ (Archived)