সংসারের দায়িত্ব নিতে বিদেশে যাওয়ার কথা ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তরুণ আশিকুল ইসলাম ওরফে রাব্বির (২০)। কিন্তু বিদেশ যাওয়া আর হয়নি তাঁর। এর আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে মারা গেছেন তিনি। একমাত্র ছেলে হারিয়ে এখন মা সামছুন নাহার কেবল কাঁদেন। বাবা আবদুল খালেক সরকারও এ ঘটনায় দিশাহারা।
পরিবারের সদস্যরা জানান, ২১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে মা–বাবার সঙ্গে নাশতা করেন আশিকুল। পরে একসঙ্গে শুয়ে মায়ের সঙ্গে গল্পও করেন। তারপর হঠাৎ বাসা থেকে বের হয়ে যান। তখন বাইরে গন্ডগোল হচ্ছিল। এক বন্ধুর গুলি লেগেছে শুনে ছুটে গিয়ে তাঁকে হাসপাতালে পাঠান আশিকুল। সেখানে থেমে থেমে পুলিশ ও বিজিবির গুলি চলছিল।
সূত্র- প্রথম আলো, মা-বাবার কাছে আর ফিরবেন না আশিকুল (Archived)