আসিফের বাবা এখন একরকম বাকরুদ্ধ। বসে থাকেন বাড়িতে অথবা বাড়ির পাশের মসজিদে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন সামনের দিকে। ফিসফিস করে বললেন, ‘ওকে বাড়ি চলে আসতে বলেছিলাম। টাকা পাঠালাম। এলো, তবে জীবিত নয়, লাশ হয়ে।’ মা কান্না করে বলছেন, ‘আমার আসিফ কোনো অন্যায় করতে পারে না। ওকে কেন তোমরা মেরে ফেললে? ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ওকে লেখাপড়া করাতে বিদেশে পাঠাব। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই ঢাকার উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে মারাত্মক আহত হন আসিফ হাসান। দুপুর ১২টার দিকে তাঁকে উত্তরা আধুনিক মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আসিফের নিহত হওয়ার খবর বাড়িতে আসে। খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজনসহ আশপাশের গ্রাম থেকে মানুষ বাড়িতে আসতে থাকেন।

সূত্র- প্রথম আলো, গুলিতে নিহত আসিফের মা বললেন, ‘কার কাছে বিচার চাইব’ (Archived)