১৬ জুলাই দুপুর ১২টার দিকে মেস থেকে বের হয় আবু সাঈদ। যাওয়ার সময় বলল, ‘ভাই থাকেন, আমি যাচ্ছি।’ আর জানাল, বেলা তিনটায় ওদের মিছিল, চাইলে আমিও শরিক হতে পারি। তারপর আমিও কাজে বেরিয়ে পড়ি। বেলা ৩টা ২০ মিনিটে খবর পাই, পার্কের মোড়ের অবস্থা খারাপ। আমার ভাইটা গুলিবিদ্ধ হয়েছে। ছুটে যাই হাসপাতালে। মর্গে ঢুকে দেখি, আমার…