ঢাকা কবি নজরুল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউছার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। ১৭ ও ১৮ জুলাই রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ থাকায়, শিক্ষার্থীদের মেসগুলোতে রান্না বন্ধ ছিল। দুদিন না খেয়ে থাকার পর শুক্রবার (১৮ জুলাই) দুপুরে ইকরাম খাবারের জন্য মেস থেকে বের হন।
জুমার নামাজ শেষে সড়কের পাশে এক ঠেলাওয়ালার দোকান থেকে ভাত খায়। পরে রাতের জন্য একটি বিস্কুটের প্যাকেট কিনে সড়ক পার হচ্ছিলেন। এ সময় পিছন থেকে মাথায় গুলি করে পুলিশ। মুহূর্তেই ইকরামের মগজ ছিটকে পড়ে সড়কে। সেই ঠেলাওয়ালা দ্রুত এগিয়ে গিয়ে মগজগুলো পলিথিনে ভরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
সূত্র- প্রথম আলো, ছেলে হত্যার দায় নেবে কে- বাবার প্রশ্ন (Archived)