গ্রামের বাড়িতে মাথা গোঁজার ঠাঁই ছিল না। ছিল না কাজের সংস্থানও। সর্বশেষ ঘূর্ণিঝড় রিমাল ভেঙে রেখে গেছে দোচালা টিনের ঘরটি। ইচ্ছে ছিল, পরিবারের সকলের আয় মিলিয়ে ঘরটি মেরামত করার। মা কুলসুম বিবি ও বাবা নান্টু কাজি ১৪ বছরের ছোট ছেলে ইমনকে রিকশা কিনে দিয়েছিলেন। অলিগলিতে চালিয়ে ভালোই রোজগার করত ইমন। কিন্তু কে জানত, ইমনের রোজগারের টাকায় ঘর মেরামত না করে তা তাকে দাফনে খরচ করতে হবে!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় সহিংসতার গুলিবিদ্ধ হয়ে নিহতদের মধ্যে ইমন একজন। ২০ জুলাই বিকেলে রিকশা নিয়ে বের হওয়ার পর রাস্তায় গুলিবিদ্ধ হয় সে। পরে হাসপাতালে মারা যায় ইমন।

সূত্র- দি বিজনেস স্ট্যান্ডার্ড, ‘রেমাল নিল ঘরবাড়ি, গুলি নিল মোর বাজানরে’ (Archived)

July Massacre