মাদ্রাসাছাত্র মো. ইমরান মিয়া (১৭) ছুটিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা-বাবার কাছে গিয়েছিল। ২২ জুলাই ঝামেলার কারণে বাইরে যেতে মানা করেছিলেন মা। একটি মোজো কেনার জন্য তিন মিনিট সময় চেয়ে বের হয় ইমরান। পরে ফেরে তার গুলিবিদ্ধ লাশ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাড়িতে দাফন হয়েছে তার। লাশ কবরে নামানোর পর থেকে গলা দিয়ে কিছু নামছে না শোকাহত বাবার।

“আমার পুলা হের মায়ের কুলে ঘুমাই আছিন। ইকটু পরে কয়, ‘আম্মা আমার খুব তাইস (তৃষ্ণা) করতাছে। তিন মিনিট সময় দিবানি, একটু দোকানে যামু। একটা মজু খাইয়া আবার আইসা পড়ুম।” কথাগুলো বলছিলেন ইমরানের বাবা মো. ছোয়াব মিয়া। ছেলের এই যাওয়াই যে শেষ যাওয়া হবে, ঘুণাক্ষরেও ভাবেননি। 

সূত্র- সমকাল, সন্তান শোকে খাবার নামে না গলায় (Archived)