‘মোরে এ্যাহন কেডা ওষুধ কিনন্যা দেবে, মোরে না কইয়া মোর পোলাডা এই রহম মরবে তা কোন সোমায়ই ভাবি নাই।’ কোটা সংস্কার আন্দোলনে নিহত লিটন মাতুব্বরের বাবা তৈয়ব আলী কাঁদতে কাঁদতে এসব কথা বলছেন।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত টাইলস মিস্ত্রী মো. লিটন মাতুব্বরের (৩০) পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে তার স্বজনরা এখন অকূল সাগরে পড়েছে।

জানা গেছে, এর আগে গত ১৮ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল।

এ সময় লিটন কাজের উদ্দেশ্যে বাড্ডা এলাকায় সড়ক পার হয়ে একটি বাসায় যাচ্ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন টাইলস মিস্ত্রী মো. লিটন মাতুব্বর। লিটন মাতুব্বরকে হারিয়ে এই দুঃসময়ে ছয় সদস্যের পরিবারটির সঙ্গী এখন কেবলই কান্না।

সূত্র- কালের কণ্ঠ, ‘মোরে এ্যাহন কেডা ওষুধ কিনন্যা দেবে’ (Archived)