চাঁদপুরের কচুয়া উপজেলার উজানি গ্রামের দেওয়ান বাড়ির মাওলানা আব্দুর রহমানের ছেলে মো. খোবাইব (২১)। বাবার সাথেই থাকতেন রাজধানীর যাত্রাবাড়ীর পাশে কাদলার পাড় এলাকায় নিজেদের মাদ্রাসায়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেলে যাত্রাবাড়ী ওভার ব্রীজের উত্তর পাশে হেঁটে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে শহিদ হন খোয়াইব। ‘আন্দোলন চলাকালীন সময়ে মায়ের সাথে গল্প করে বলতেন আমার নাম কেন খোবাইব রেখেছো। এই নামতো একজন শহিদ সাহাবীর নাম। তাহলেও আমিও শহিদ হব।’ শেষ পর্যন্ত তিনি শহিদ হলেন।

সূত্র- বাসস, মায়ের সাথে শহিদ হওয়ার গল্প বলতেন খোবাইব (Archived)

July Massacre