কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের সময় নারায়ণগঞ্জের ডিআইটি রোডে গুলিতে নিহত হয়েছে কিশোর মো. রাসেল (১৫)। ছেলের শোকে বাবা পিন্টু রহমান ও মা অঞ্জনা খাতুন মুষড়ে পড়েছেন। এই দম্পতির বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ী গ্রামে। রাসেলের এমন মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরাও শোকাহত।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলাগাড়ী গ্রামে রাসেলদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাঁশ-খড়ের বেড়া আর টিনের ছাউনির ছোট্ট একটি ঘর। সেই ঘরেই রাসেলের পরিবারের সদস্যদের বসতি। বাড়িটির সামনে পৌঁছাতেই ভেতর থেকে নারীকণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসে। সাংবাদিক পরিচয় পেয়ে প্রতিবেশী এক নারী বাড়ির ভেতরে গিয়ে রাসেলের চাচা আবদুর রশিদকে ডেকে আনেন। বাড়ির বাইরে আলাপকালে আবদুর রশিদ বলেন, রাসেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার পর থেকে তার মা অসুস্থ হয়ে পড়েছেন। মুখে কোনো দানাপানি নিচ্ছেন না। এতে তিনি আরও দুর্বল হয়ে পড়েছেন। তাঁকে নিয়ে হাসপাতালে গেছেন রাসেলের বাবা।

সূত্র- প্রথম আলো, ‘ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়োছে জ্যানেও তার পাশে থাকতে পারিনি’ (Archived)