রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে ৫ আগস্ট গুলি পেটে বিদ্ধ হয়ে গুরুতর আহত মিরাজ খান (১৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত মিরাজ খান ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। তিনি লালমনিরহাটের আদিতমারীর মহিষখোঁচার খানপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও মিরাজের পরিবার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনের সূচনা হলে যাত্রাবাড়ীতে কোটাবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি। একপর্যায়ে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর মিছিলে পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত হন মিরাজ।

তাঁর আহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা ঢাকার হাসপাতাল ও ক্লিনিকে অপারেশন করানোর জোর চেষ্টা করেও চিকিৎসকের দেখা না পেয়ে একপর্যায়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ৭ আগস্ট অস্ত্রোপচার সম্পন্ন হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় পরে ৮ তারিখ দুপুরে তাঁর মৃত্যু হয়।

সূত্র- প্রথম আলো, ঢাকায় গুলিবিদ্ধ পোশাক কর্মীর রংপুরে মৃত্যু (Archived)

July Massacre