এইচএসসি পরীক্ষায় পাস করায় ভীষণ খুশি ধামরাইয়ের শরীফুল ইসলামের পরিবারের সদস্যরা। তাঁদের জন্য মিষ্টি কিনতে তাই বাজারে এসেছেন তিনি। শরীফুলের মতো সারা দেশে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বজনেরা আজ বেজায় খুশি। কেউ কেউ খুশিতে চোখের পানি ধরে রাখতে পারেননি। এসব কৃতকার্য শিক্ষার্থীরই একজন বৈষম্যবিরোধী আন্দোলনে মারা যাওয়া নাফিসা হোসেন মারওয়া। তবে তাঁর মায়ের মুখ মলিন। কারণ, যার ফলাফল, সে–ই তো পৃথিবীতে নেই।

নাফিসা হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে সাভারে মারা যান। ঘটনার দিন মামার নিষেধ না শুনে মামার বাসা থেকে পালিয়ে অংশ নিয়েছিলেন আন্দোলনে। দুপুরের পর সাভার মডেল মসজিদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই নাফিসার এইচএসসির ফল প্রকাশিত হয়েছে আজ। তিনি গাজীপুরের টঙ্গীর সাহাজউদ্দিন সরকার আদর্শ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ পেয়ে পাস করেছেন।

সূত্র- প্রথম আলো, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নাফিসা জিপিএ ৪.২৫ পেয়েছেন, মায়ের চোখে পানি (Archived)

July Massacre