কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকায় গুলিতে নিহত শিক্ষার্থী নাইমা সুলতানার (১৫) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি থামছেই না। স্বজনদের শোক ও আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আমুয়াকান্দা গ্রামে গিয়ে এ চিত্র দেখা যায়। ১৯ জুলাই ঢাকার উত্তরার ৫ নম্বর সড়কে ভাড়া বাসার চারতলার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় নাইমা। সে ঢাকার মাইলস্টোন স্কুলে দশম শ্রেণিতে পড়ত।

সূত্র- প্রথম আলো, ‘বিচারের ভার ওপরওয়ালার হাতে ছেড়ে দিলাম’ (Archived)