দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রাজধানীর বনশ্রী এলাকার একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন নাজমা বেগম (৪৫)। ছেলে নাজমুল হাসান (২১) পড়ালেখার পাশাপাশি ওই হাসপাতালে খণ্ডকালীন চাকরি করতেন। মা-ছেলের আয়ে চলত সংসার। ১৯ জুলাই আফতাবনগরের বাসা থেকে বনশ্রীতে হাসপাতালে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান নাজমুল। একমাত্র ছেলেকে হারিয়ে মা এখন নির্বাক। বাসায় কেউ গেলেই হাউমাউ করে কান্নাকাটি করছেন।

নিহত নাজমুল কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপাতলি এলাকার সৈয়দ আবুল কায়েসের ছেলে। যদিও তিনি মায়ের সঙ্গে নানাবাড়ি মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর উত্তরকান্দি গ্রামের মাতুব্বরবাড়িতে থাকতেন। নানাবাড়ি মাদারীপুরেই ছিল তাঁর স্থায়ী ঠিকানা। কাজের সুবাদে মা-ছেলে রাজধানীর আফতাবনগরে ভাড়া বাসায় থাকতেন।

সূত্র- প্রথম আলো, ‘কী দোষ ছিল আমার মানিকের, গুলি খাইয়া মরতে হইলো’ (Archived)