অনার্সপড়ুয়া রেদোয়ান হাসান ওরফে সাগর (২৪) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আজ আট দিন হলো। এখনো শোকে কাতর তাঁর পুরো পরিবার। একমাত্র ছেলের মৃত্যুতে কোনো আইনি পদক্ষেপ নেননি রেদওয়ানের মা–বাবা। তাঁদের চাওয়া, সন্তানের রক্তের বিনিময়ে হলেও এই দেশে শান্তি নেমে আসুক।
গত শুক্রবার (১৯ জুলাই) ময়মনসিংহ নগরের মিন্টি কলেজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন রেদোয়ান। সেদিন সন্ধ্যা সাতটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থক ও পুলিশের সংঘর্ষ হয়। এতে নিহত হন রেদোয়ান হোসেন। সংঘর্ষে আহত হন অন্তত ৩৫ জন। সেদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম প্রথম আলোকে জানিয়েছিলেন, রেদোয়ানের শরীরে বুলেটের আঘাত ছিল। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
সূত্র- প্রথম আলো, ‘এখন আমাদের দেখবে কে, তিন বছরের মেয়েকে নিয়ে কোথায় যাব’ (Archived)