‘আমার ছেলের বন্ধুদের কাছ থেকে জানতে পারছি, আমার ছেলে সবুজ এইচএসসি পরীক্ষায় ভালোভাবেই পাস করছে। কিন্তু আমার ছেলেই নাই, তো আমি রেজাল্ট দিয়া কী করমু?’ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সবুজ মিয়ার মা মোছা. সমেজা বেগম কান্নাজড়িত কণ্ঠে আজ মঙ্গলবার বিকেলে কথাগুলো বলছিলেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর জেলা শহরের খরমপুর এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছোড়া গুলিতে নিহত হন সবুজ মিয়া (১৯)। সবুজ শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের পূর্ব রূপারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি চলতি বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন শ্রীবরদী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজ সবুজের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, সবুজ জিপিএ-৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

সূত্র- প্রথম আলো, ‘আমার ছেলেই নাই, তো আমি রেজাল্ট দিয়া কী করমু’ (Archived)

July Massacre