গুলিতে নিহত সিয়াম হোসেন শুভর মা শাপলা খাতুন সারাক্ষণ ছেলের জন্য কাঁদছেন। সিয়াম তাঁর পালক সন্তান হলেও নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। সাত বছর বয়সে সিয়াম মা-বাবাকে হারিয়ে বগুড়া শহরের সাতমাথা এলাকায় একা একা বসে কাঁদছিল। শাপলা খাতুন সেদিক দিয়ে যাওয়ার সময় সিয়াম তাঁর শাড়ির আঁচল টেনে ধরে মা বলে ডাক দেয়। সেই থেকে নিজের সন্তানের মতো তাকে মানুষ করছিলেন। ছেলেকে হারিয়ে শাপলা বারবার শুধু অতীতের স্মৃতি মন্থর করছেন আর বলছেন, ‘তুই আমারে মা ডেকে মায়ায় ফেলে চলি গেলিরে বাপ। আমি এখন কী নিয়ে বাঁচব।’

বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকার বাসচালক আশিক উদ্দিন ও শাপলা খাতুন দম্পতির পালক ছেলে সিয়াম। সে সারাদিন ভাঙারি কুড়িয়ে সন্ধ্যায় বিক্রি করত। গত ১৯ জুলাই ভাঙারি কুড়িয়ে আসার পর মাকে ভাত দিতে বলে বাইরে বের হয়ে সেউজগাড়ি এলাকায় যায়। সেখানে পুলিশের সাথে আন্দোলনরত ছাত্রদের সংঘর্ষ চলছিল। তখন গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে নিহত হয় সিয়াম। 

সূত্র- সমকাল, আঁচল ধরে ‘মা’ ডাকা সিয়ামের জন্য শাপলা খাতুনের কান্না থামছে না (Archived)