ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে বিজয় মিছিলে যোগ দেন সোহেল রানা। রাজধানীর যাত্রবাড়ি এলাকা থেকে গণভবন মুখি মিছিলে ছাত্র-জনতার সাথে যাওয়ার সময় অতর্কিত হামলা ও গোলগুলিতে গুলিবিদ্ধ  হন সোহেল। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপরই ঢাকায় অবস্থানরত সোহেলের এক চাচাতো ভাই আবুল হাসনাত লেমনের কাছে সোহেলের মোবাইল থেকে ফোন আসে।  
হাসনাত জানান, কোন এক অজ্ঞাত ব্যাক্তি সোহেলের মোবাইল থেকে ফোন করে বলেন, ‘আপনার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ঢাকা মেডিকেলে আছেন।  তার লাশ নিয়ে যান। কাঁন্নাকাটি করবেন না।’ ফোন পেয়ে লেমন  দৌড়ে যান ঢাকা মেডিকেলে। সেখানেই মর্গে গিয়ে দেখেন সোহেলের নিথর দেহ মেঝেতে পড়ে আছে।

সূত্র- বিএসএস, “স্বৈরাচারের পতন হলো, কিন্তু বাড়ি ফেরা হলো না সোহেলের” (Archived)

July Massacre