কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ১৯ জুলাই তাহির জামান রাজধানীর গ্রিন রোডে গুলিতে নিহত হন। ঘটনার এক দিন পর তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে সংগ্রহ করেন তাঁর স্বজন ও বন্ধুরা। রোববার বিকেলে রংপুরে তাঁকে দাফন করা হয়।

তাহির জামান একাধিক গণমাধ্যমে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। তিনি তথ্যচিত্র নির্মাণ করতেন; ছবি আঁকতেন। সর্বশেষ কাজ করতেন দ্য রিপোর্ট–এ। কয়েক দিন আগে সেই চাকরি ছেড়ে দেন। এ মাসেই নতুন কোনো কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছিলেন মাকে।

সূত্র- প্রথম আলো, ‘পিও বাবাকে ফোন দাও’ (Archived)