ভাতের সঙ্গে আলুভর্তা, লালশাক আর মুড়িঘণ্ট ছিল সেদিন দুপুরের খাবারে। লালশাক দিয়ে মাখাভাত কিছুটা খেয়ে বের হয়ে গিয়েছিলেন মো. তাহমিদ আবদুল্লাহ (২১)। মাকে বলেছিলেন, বাকি ভাত এসে খাবেন।

আগের দিন ছররা গুলি পায়ে ঢুকে যাওয়ায় আহত ছিলেন। মা বের হতে নিষেধ করায় তাহমিদ বলেছিলেন, ‘এই তো এক্ষুনি চলে আসব।’ ঘণ্টাখানেক পর মা তানজিল খবর পান, ছেলে গুলিবিদ্ধ হয়েছে। এরপর গুরুতর আহত তাহমিদকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছেন অপরিচিত ব্যক্তি, বন্ধু ও স্বজনেরা। শেখ হাসিনা সরকার পতনের দিন গত ৫ আগস্ট বিজয় মিছিলে গুলিবিদ্ধ হন তাহমিদ। চার দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সূত্র- প্রথম আলো, তাহমিদ মাকে বলেছিলেন, প্লেটের বাকি ভাত ফিরে এসে খাবেন (Archived)