মায়ের কাছে এক বছর সময় চেয়ে নিয়েছিলেন মো. ওয়াসিম (২২)। এক বছর পরেই পড়াশোনার পাট চুকিয়ে চাকরি করবেন। তখন তাঁকে ঘিরে পরিবারের সব দুশ্চিন্তার অবসান হবে। কিন্তু মা জোসনা বেগমকে দেওয়া সে কথা রাখতে পারেননি। হামলায় প্রাণ গেল এই তরুণের।

স্থানীয় লোকজন ও তাঁর সহপাঠীরা জানিয়েছেন, ওয়াসিম ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর ফেসবুক ঘেঁটে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মা জোসনা বেগম (৪৬) প্রথম আলোকে বলেন, ‘আঁর পোয়ারে মারি ফেলাইয়ে। আঁর পোয়ারে যাঁরা মাইজ্জে, ইতারার ফাঁসি চাই।’ (আমার ছেলেকে মেরে ফেলেছে। যারা আমার ছেলেকে মেরেছে, তাদের ফাঁসি চাই)

সূত্র- প্রথম আলো, মাকে দেওয়া কথা রাখতে পারেননি ওয়াসিম (Archived)