হঠাৎ মায়ের কাছে খবর এলো, ‘আপনার ছেলের গায়ে গুলি লেগেছে, তাড়াতাড়ি আসেন।’ হতদরিদ্র মায়ের কাছে তখন রিকশা ভাড়াও ছিল না। রিকশাওয়ালাকে হাতে-পায়ে ধরে কোনোরকমে যাত্রাবাড়ী গিয়ে দেখেন রাস্তায় পড়ে আছে ছেলে ইয়াসিন শেখের নিথর দেহ। বাঁচার আকুতিতে তখনো কাতরাচ্ছে ইয়াসিন। মাকে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে ‘মা, আমি তো মিছিলে যাই নাই। গ্যাস নিয়ে কাস্টমারের বাড়ি যাচ্ছিলাম, আমার গায়ে গুলি করল কেন।’

ওইদিনের ঘটনায় পেটের মধ্যে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায় ইয়াসিনের। মুগদা মেডিকেলে ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৫ জুলাই রাতে মৃত্যুর কাছে হার মানে ইয়াসিন। আইনি প্রক্রিয়া শেষ করে গত ২৬ জুলাই রাতে খুলনার রূপসায় রহীমননগরে নানির সেই ভাড়া বাড়িতে আসে ইয়াসিন, কিন্তু লাশ হয়ে।

সূত্র- কালবেলা, আমি তো মিছিলে যাইনি মা, আমাকে গুলি করল কেন (Archived)