রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের খবর পেয়ে ছেলে জাকির হোসেনকে (৩৮) কল দেন তাঁর মা মোমেনা বেগম। ছেলেকে বাইরে যেতে মানা করেন। কথার একপর্যায়ে হঠাৎ বিকট আওয়াজ পান মা। এরপর আর ছেলের কোনো কথা শুনতে পাননি তিনি।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে গুলিবিদ্ধ হন জাকির হোসেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৩৬ ঘণ্টা পর ২১ জুলাই রোববার ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর দূর্লভখা গ্রামে। সদর উপজেলার ভীমবাজার এলাকায় ‘কাজী ভিআইপি গার্মেন্টস’ নামের একটি কারখানায় উৎপাদন কর্মকর্তা হিসেবে কাজ করতেন তিনি।

সূত্র- প্রথম আলো, ‘আমার ছেলেকে কারা মারল? কার কাছে বিচার দিমু?’ (Archived)